আবহাওয়ার অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে ৫ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

A ৩/৭

B ১/৭

C ২/৭

D

Solution

Correct Answer: Option C

আমরা জানি, ১ সপ্তাহ = ৭ দিন 
সপ্তাহে ৫ দিন বৃষ্টি হলে, 
রবিবার বৃষ্টি হবার সম্ভাবনা = ৫/৭
∴বৃষ্টি না হবার সম্ভাবনা = ১- ৫/৭ 
                            =(৭-৫)/৭ 
                            =২/৭

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions