Artificial Intelligence (AI) ধারণাটির জনক কে?
Solution
Correct Answer: Option C
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে ।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing) এর নামও বলা যায়।
- কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, CLISP, MATLAB, PROLOG, C/C++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়।
- তবে এদের মধ্যে Prolog প্রধানত কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।