- যদি verb এর পূর্বে বিভিন্ন person এর subject 'and/or' দ্বারা যুক্ত হয় ,তাহলে প্রথম 2nd perosn তারপর 3rd person এবং শেষে 1st person বসে। অর্থাৎ ২,৩,১ ক্রমানুসারে বসে এবং verb টি plural হয় ।
- কিন্তু দোষ স্বীকার করা বুঝালে প্রথমে 1st person ,তারপর 2nd person এবং শেষে 3rd person অর্থাৎ ১,২,৩ ক্রমানুসারে বসে ।
সুতরাং সঠিক বাক্য- I, you and he is guilty.