a³b² + 2a²b³ কে a + 2b দ্বারা ভাগ করলে মান কত হবে?
Solution
Correct Answer: Option C
প্রদত্ত রাশিটি হলো a³b² + 2a²b³।
এই রাশি থেকে সাধারণ উৎপাদক হিসেবে a²b² কমন নেওয়া যায়।
কমন নিলে রাশিটি দাঁড়ায় a²b²(a + 2b)।
এখন, a²b²(a + 2b) কে (a + 2b) দ্বারা ভাগ করতে হবে।
ভাগ করলে [(a²b²(a + 2b)) / (a + 2b)], এখানে লব ও হর থেকে (a + 2b) কাটাকাটি যায়।
সুতরাং, ভাগফল হিসেবে অবশিষ্ট থাকে a²b²।