Solution
Correct Answer: Option A
- হাকালুকি হাওর বাংলাদেশের অন্যতম বৃহৎ হাওর, এর আনুমানিক আয়তন ২৪,২৯২ হেক্টর।
- এটি মূলত মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলা এবং সিলেট জেলার ফেঞ্ঝুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় বিস্তৃত।
- এই হাওর জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ পানি-ভিত্তিক অঞ্চল, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও জলজ উদ্ভিদ বেঁচে থাকে এবং প্রজনন হয়।
- বর্ষায় ব্যাপকভাবে জলে ভরে ওঠে ও শীতকালে শুকিয়ে যায়, ফলে স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও মৎস্যচাষ এর উপর নির্ভরশীল; একই সঙ্গে অবৈধ দখল, অতিদ্রেন ও পরিবেশগত হুমকি রয়েছে।