Solution
Correct Answer: Option B
- চাঁদপুরে পদ্মা নদীর সঙ্গে উত্তর-পূর্ব থেকে আসা মেঘনা নদী মিলিত হয়, এবং মিলিত প্রবাহকে মেঘনা বলা হয়।
- মেঘনার মূল উৎস হলো ভারতের বারাক নদী, যা ভারতে বিভক্ত হয়ে বাংলাদেশে সুরমা ও কুশিয়ারা নামে প্রবেশ করে এবং পরে একত্রে মেঘনা গঠন করে।
- চাঁদপুরের পরে এই মিলিত নদী দক্ষিণে বইয়ে বঙ্গোপসাগরের দিকে যায় এবং শেষতঃ ভোলা জেলার চরফ্যাশন এলাকায় বঙ্গোপসাগরে মিলিত হয়।
- মেঘনা বাংলাদেশের অন্যতম গভীর ও প্রশস্ত প্রধান নদী, এবং এটি দেশের নৌপরিবহন ও নদী-প্রণীত জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।