গাজায় ইসরাইলী বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে?
Solution
Correct Answer: Option B
- ২৯ ডিসেম্বর ২০২৩-এ দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এ মামলা করে, অভিযোগ — গাজায় গণহত্যা ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন।
- মামলার আইনি ভিত্তি হলো ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন, যেখানে দক্ষিণ আফ্রিকা দাবি করে ইসরায়েল ওই কনভেনশন লঙ্ঘন করেছে।
- কনভেনশনের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা বলতে বোঝায়: কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা, শারীরিক বা মানসিক মারাত্মক ক্ষতি, তাদের জন্ম বাধা, পূর্ণ বা আংশিক ধ্বংসযজ্ঞ ঘটানো, বা তাদের জোরপূর্বক নির্বাসন/স্থানান্তর করার মতো কার্যক্রম।
- পরে ICJ প্রোভিশনাল মেজারস জারি করে (২৬ জানুয়ারি ২০২৪) ইসরায়েলকে গণহত্যামূলক কাজ রোধ ও মানবিক সাহায্য অবাধে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ দেয়।