‘Statue of Unity’ কোন দেশে অবস্থিত?
A ভারত
B দক্ষিণ কোরিয়া
C জাপান
D যুক্তরাষ্ট্র
Solution
Correct Answer: Option A
- ঐক্যের মূর্তি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বল্লভভাই পটেলের স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নির্মিত একটি শ্রেষ্ঠ ভাস্কর্য।
- ১৮২ মিটার লম্বা এই ভাস্কর্য বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য। যা প্রায় ৬০ তলা ভবনের সমান উঁচু।