উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

A মুখচন্দ্র

B ক্রোধানল

C মনমাঝি

D তুষারশুভ্র

Solution

Correct Answer: Option D

- সাধারণ কর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে ।
- যেমনঃ তুষার ন্যায় ধবল = তুষারধবল,
- তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র,
- অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions