Solution
Correct Answer: Option A
- চন্দ্রাবতীকে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- তিনি ষোড়শ শতকের মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি দ্বিজ বংশীদাসের কন্যা ছিলেন।
- তিনি পিতার সহায়তায় রামায়ণের একটি পালা রচনা করেছিলেন, যা বাংলা সাহিত্যে নারী perspectiva থেকে রামায়ণ রচনার প্রথম নিদর্শন।
- কামিনী রায়, স্বর্ণকুমারী দেবী বা বেগম রোকেয়া অনেক posterior যুগের লেখিকা।