যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাকে কী বলা হয়?
Solution
Correct Answer: Option B
আইসোটোপঃ যেসব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা অসমান হয়, সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়।
আইসোবারঃ যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা(এটমিক সংখ্যা) ভিন্ন, সেসব পরমাণুকে পরস্পরের আইসোবার বলা হয়।
আইসোমারঃ যেসব পরমাণুর পারমানবিক সংখ্যা এবং ভরসংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন ভিন্ন, সেসব পরমাণুকে পরস্পরের আইসোমার বলা হয়।
আইসোটোনঃ যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়।