Solution
Correct Answer: Option C
- পেনিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। এ
- এটি পেনিসিলিয়াম নামক ছত্রাকথেকে তৈরি করা হয়।
- ব্যাক্টেরিয়ার কোষপ্রাচীরের পেপটিডোগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করে পেনিসিলিন কাজ করে থাকে।
- ১৯২৯ সালে স্কটিশ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। একটি দুর্ঘটনা থেকে এর আবিষ্কার।