Solution
Correct Answer: Option D
- 'জীবন ঘষে আগুন' (আত্মজীবনী), 'আগুনপাখি' (উপন্যাস), এবং 'নামহীন গোত্রহীন' (গল্পগ্রন্থ): এই তিনটিই প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য রচনা।
- 'যোগাযোগ' হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত সামাজিক উপন্যাস।
- সুতরাং, 'যোগাযোগ' হাসান আজিজুল হকের রচনা নয়।