Solution
Correct Answer: Option C
- নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
- নৌকা চালানোর সময় মাঝি বৈঠা দিয়ে পানিকে পেছনের দিকে ঠেলে দেন, যা হলো 'ক্রিয়া'।
- এর 'প্রতিক্রিয়া' হিসেবে পানিও বৈঠা এবং নৌকাকে সামনের দিকে ঠেলে দেয়।
- এই ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলেই নৌকা সামনের দিকে এগিয়ে যায়, যা নিউটনের তৃতীয় সূত্রকে প্রমাণ করে।