ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বুঝায়?

A ইলেকট্রন ও প্রোটন

B প্রোটন ও নিউট্রন

C নিউট্রন ও ইলেকটন

D ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন

Solution

Correct Answer: Option B

- কোন মৌলের পমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যাকে ঐ পরমাণুর ভর সংখ্যা বলা হয়।
- ভরসংখ্যা কে A দ্বারা প্রকাশ করা হয়।
- যেমন সোডিয়াম ধাতুর পরমাণুতে প্রোটন সংখ্যা 11 টি এবং নিউট্রন সংখ্যা 12 টি।
- তাই সোডিয়ামের ভর সংখ্যা 11 + 12 = 23 ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions