একটি খাতা ৩০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৬০ টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটি ক্রয় মূল্য কত? 

A ৪০

B ৩০

C ৬০

D ৫০

Solution

Correct Answer: Option A

ধরি,
খাতাটি ৩০ টাকা বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা
ক্রয়মূল্য = (৩০ + ক) টাকা 

খাতাটি ৬০ টাকা বিক্রি করলে লাভ হয় ২ক টাকা
ক্রয়মূল্য = (৬০ - ২ক) টাকা
প্রশ্নমতে,
৩০ + ক = ৬০ - ২ক
ক + ২ক = ৬০ - ৩০ 
৩ক  = ৩০ 
ক = ১০ 

ক্রয়মূল্য = (৩০ + ১০) টাকা = ৪০ টাকা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions