পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ :৩। পিতার বয়স ৪২ বছর হলে, পুত্রের বয়স কত?
A ১২ বছর
B ২৫.২ বছর
C ৩০ বছর
D ৩২ বছর
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
পিতার বয়স : পুত্রের বয়স = ৫ : ৩
মনেকরি,
পিতার বয়স = ৫x বছর
পুত্রের বয়স = ৩x বছর
প্রশ্নমতে, ৫x = ৪২
⇒ x = ৮.৪
∴ পুত্রের বয়স = ৩ × ৮.৪ = ২৫.২ বছর।