Solution
Correct Answer: Option A
১ ডিসেম্বর এই দিনটি বেসরকারীভাবে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছেন প্রতিবছর।
অন্যান্য দিবসঃ
• সশস্ত্রবাহিনী দিসব - ২১ নভেম্বর
• জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ
• স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ
• বিজয় দিবস - ১৬ ডিসেম্বর।