মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে MMS চালু হয় ?

A প্রথম

B দ্বিতীয়

C তৃতীয়

D চতুর্থ

Solution

Correct Answer: Option B

- ১৯৯১ সালে CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করার মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের যাত্রা শুরু হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকাজুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য- ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক চালু, GSM পদ্ধতিতে ভয়েস ও ডেটা প্রেরণ, পেজিং সিস্টেমের ব্যবহার, ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার, প্রিপেইড পদ্ধতি চালু, SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Serveice) সার্ভিস চালু ও মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions