Solution
Correct Answer: Option B
E-mail আবিষ্কৃত হয় ১৯৭১ সালে।
- ই-মেইল (Electronic Mail) ঠিকানা হল ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয় ।
- ই-মেইল ঠিকানা '@' চিহ্ন দ্বারা দুইভাগে বিভক্ত ।
- @ চিহ্নের আগের অংশ User name এবং পরের অংশটি হল Domain name.
- ১৯৭২ সালে ই-মেইল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্নটি ব্যবহৃত হয়।