তাজকেরাতুল আওলিয়া অবলম্বনে 'তাপসমালা' কে রচনা করেন?
Solution
Correct Answer: Option D
- গিরিশচন্দ্র সেন ফারসি ভাষায় রচিত মাওলানা ফরিদুদ্দিন আক্তারের 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে 'তাপসমালা' (১৮৮০-১৮৯৬) রচনা করেন।
- এতে ৯৬ জন ওলি-আওলিয়ার জীবন কাহিনী বর্ণিত।
- এটি বাংলা সাহিত্যে সুফী-দরবেশদের জীবন কাহিনী নিয়ে রচিত প্রথম গ্রন্থ।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- 'মহাপুরুষ চরিত' (১৮৮২-১৮৮৭),
- 'গোলেস্তাঁ ও বুস্তার হিতোপাখ্যানমালা',
- 'হাদিস বা মেসকাত মসাবিহের (১৮৯২-১৮৯৮),
- 'তত্ত্বরত্নমালা',
- 'বনিতা বিনোদন',
- 'রামকৃষ্ণ পরমহংসের উক্তি ও জীবনী'।