হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে?

A পদাবলি

B নাথ সাহিত্য

C প্রণয়োপাখ্যান

D মঙ্গলকাব্য

Solution

Correct Answer: Option C

মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। হিন্দি ও ফারসি কাব্য থেকে রোমান্টিক কাব্যধারার প্রচলন শুরু হয়।
রোমান্টিক কাব্যধারার কবিঃ
» দৌলত উজির বাহরাম খান : লাইলী মজনু
» শাহ মুহম্মদ সগীর : ইউসুফ-জুলেখা [বাংলার মুসলমান কবিগণের মধ্যে প্রাচীনতম কবি ]
» মুহম্মদ কবীর : মধুমালতী
» আলাওল : পদ্মাবতী
» আবদুল হাকিম : লালমতী সয়ফুলমুলুক, কারবালা ও শহরনামা।
» নওয়াজিস খান : গুলে বকাওলী
» মুহম্মদ মুকীম : মৃগাবতী
» সাবিরিদ খান হানিফা : কয়রাপরী, বিদ্যাসুন্দর, রসুল বিজয়
» দোনাগাজী চৌধুরী সয়ফুলমুলুক : বদিউজ্জামাল
» দৌলত কাজী : সতীময়না ও লোরচন্দ্রানী
» সৈয়দ সুলতান : নবীবংশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions