Fill in the blank - He has been in Dhaka ______ the liberation war.
Solution
Correct Answer: Option B
'Since' এবং 'for' উভয়ই সময় নির্দেশ করতে ব্যবহৃত হলেও এদের ব্যবহারে পার্থক্য রয়েছে।
Since: কোনো কাজ কখন শুরু হয়েছে, সেই শুরুর সময় বা Point of time বোঝাতে since ব্যবহৃত হয়। এই বাক্যে, ঢাকায় থাকার কাজটি কখন শুরু হয়েছে তা বোঝানো হচ্ছে (মুক্তিযুদ্ধের সময় থেকে)। তাই এখানে since সঠিক উত্তর।
For: কোনো কাজ কতক্ষণ ধরে চলছে বা সময়ের ব্যাপ্তি (Period of time) বোঝাতে for ব্যবহৃত হয়। যেমন, He has been in Dhaka for nine months.