“চন্দ্রাবতী” কি?

A নাটক

B কাব্য

C পদাবলী

D পালাগান

Solution

Correct Answer: Option B

• আরাকান রাজসভার অমাত্য কোরেশী মাগন ঠাকুর রচিত কাব্য 'চন্দ্রাবতী' । 
• কবি এ দেশে প্রচলিত রূপকথার কাহিনিকে তার কাব্যের উপজীব্য করেছিলেন এবং যেভাবে তিনি রূপায়িত করেছেন তাতে তার মৌলিক প্রতিভার পরিচয় ফুটে উঠেছে ।
• ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান মন্ত্রীপুত্র সুতের সহায়তায় কীভাবে সরন্দ্বীপ রাজকন্যা অপূর্বসুন্দরী চন্দ্রাবতীকে লাভ করেছিলেন  তা-ই এ কাব্যে বর্ণিত হয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions