"প্রাতরাশ " এর সন্ধি -

A প্রাত + রাশ

B প্রাতঃ + রাশ

C প্রাতঃ + আশ

D প্রাত+আশ

Solution

Correct Answer: Option C

বিসর্গ সন্ধির ক্ষেত্রে অন্তঃ, পুনঃ ,প্রাতঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ-র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমনঃ প্রাতঃ +আশ=প্রাতরাশ ,পুনঃ+অধিকর=পুনরধিকার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions