বঙ্গাব্দ ইংরেজি কোন সনে প্রবর্তিত হয়?

A ১৯৯২

B ১৫৯৮

C ১৫৮৪

D ১৪৮৫

Solution

Correct Answer: Option C

- ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন চালু করা হয়।
- সম্রাট আকবরের উপদেষ্টা আমীর ফতেউল্লাহ সিরাজী বাংলা সন প্রবর্তন করেন।
- বাংলা সন চালু করার ব্যাপারে সম্রাট আকবর ১৫৮৪ সালে নির্দেশনা জারি করেন।
- তবে এর কার্যকারিতা দেখানো হয় ১৫৫৬ থেকে। কারণ ঐদিনটি ছিল আকবরের সিংহাসনে আরোহণের তারিখ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions