লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?

A বৃক্ষ

B বিরুৎ

C গুল্ম

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

- লেবু গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ।
- যে সব উদ্ভিদ আকারে ছোট, স্থায়ী কাণ্ডবিশিষ্ট এবং গোড়া বা মাটির কাছ থেকে শাখা-প্রশাখায় বিভক্ত হয়, তাদের গুল্ম বলা হয়।
- বৃক্ষের সাথে এর প্রধান পার্থক্য হলো এর একাধিক কাণ্ড থাকে এবং উচ্চতা কম হয়।
- জবা, গোলাপ, রঙ্গন ইত্যাদিও গুল্ম জাতীয় উদ্ভিদের উদাহরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions