চর্যাপদের কোন পদকর্তা সর্বোচ্চ সংখ্যক পদ রচনা করেছেন?
Solution
Correct Answer: Option A
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা ।
- তার রচিত ১৩টি পদ পাওয়া যায় ।
- তিনি ৭ , ৯ থেকে ১৩ , ১৮ , ১৯ , ৩৬ , ৪০ , ৪২ , ৪৫নং পদ রচনা করেন ।
- ২৪নং পদটিও কাহ্নপা রচনা করেন তবে সেটি পাওয়া যায়নি ।