একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
Solution
Correct Answer: Option C
আমরা জানি, গাড়ির চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
১.৫ কি.মি. = (১০০০ ×১.৫) মিটার = ১৫০০ মিটার
৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে= ১ বার
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে= ১/৫ বার
১৫০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে= ১৫০০/৫ বার
= ৩০০ বার