‘আভাসিত’ শব্দটির প্রত্যয় কোনটি?

A বাংলা কৃৎ

B সংস্কৃত কৃৎ

C বাংলা তদ্বিত

D সংস্কৃত তদ্বিত

Solution

Correct Answer: Option B

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘আভাসিত’ শব্দটি সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।

• কৃৎ প্রত্যয়:
যে-প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ-প্রত্যয় বলে।
আর কৃৎ প্রত্যয়ান্ত শব্দকে বলে কৃদন্ত শব্দ। (অর্থাৎ যার অন্তে বা শেষে কৃৎ প্রত্যয় আছে) ।
যেমন:  ‘আভাসিত’ শব্দটির প্রত্যয় আ + √ ভাসি + ত। কৃৎ প্রত্যয়ে ধাতুর আগে ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন √ বসে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions