'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা' - গানের রচয়িতা কে?

A দ্বিজেন্দ্রলাল রায়

B অতুল মুখোপাধ্যায়

C রবীন্দ্রনাথ ঠাকুর

D কাজী নজরুল ইসলাম

Solution

Correct Answer: Option A

কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় (১৯৬৩-১৯১৩) ধনধান্য পুষ্পভরা, বঙ্গ আমার জননী আমার, যে দিন সুনীল জলধি হতে প্রভৃতি দেশাত্মবোধক গান রচনায় অসাধারণ প্রতিভার পরিচয় দেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions