বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?

A মহাভারত

B রামায়ন

C শ্রীকৄষ্ণকীর্তন

D চর্যাপদ

Solution

Correct Answer: Option D

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন 'চর্যাপদ' ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয় । ১৯১৬ সালে ' বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে চর্যাপদের পুঁথিগুলো বই আকারে প্রকাশ পায় । মধ্যযুগের সাহিত্যকর্ম মহাভারত, রামায়ণ ও শ্রীকৃষ্ণকীর্তন- এর রচিয়তা যথাক্রমে- কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, বাল্মীকি ও চণ্ডীদাস ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions