একটি কলম নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। যদি কলমের নির্মাণ ব্যয় ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
A ১৬৪ টকা
B ১৪০টকা
C ১৪৮টকা
D ১৪৪ টকা
Solution
Correct Answer: Option D
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = (১০০+১০০×২০/১০০) টাকা
=১২০টাকা ।
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য বা খুচরামূল্য = (১২০+১২০×২০/১০০) টাকা
= (১২০ + ২৪ ) = ১৪৪ টাকা