চা ও কফিতে যে পদার্থটি শরীরকে চাঙ্গা করে তার নাম কি?
A টলুইন
B গ্লুকোজ
C ক্যাফেইন
D টেনিন
Solution
Correct Answer: Option C
চা ও কফিতে ক্যাফেইন নামক রাসায়নিক পদার্থ থাকে, যা মানুষের শরীর ও মনকে চাঙ্গা করে । এটি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে ।