ঐতিহাসিক ‘কাগমারি সম্মেলন’ এর নেতৃত্ব দেন-
A স্যার সলিমুল্লাহ
B শহীদ তিতুমীর
C মওলানা ভাসানী
D সোহরাওয়ার্দী
Solution
Correct Answer: Option C
আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানের মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালের ৭ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার সন্তোষে 'কাগমারী সম্মেলন' অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন আব্দুল খান ভাসানী । এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।