'শিশুটি মা মা বলে কাঁদছে'- এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
A স্বল্পকাল স্থায়ী
B আগ্রহ
C আধিক্য
D তীব্রতা
E কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
- শিশুরা যখন মাকে ডাকে, তখন তারা মায়ের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করে।
- এই আগ্রহ এতটাই বেশি যে তারা একবার না ডাকে দুবার ডাকে।
- তাই এখানে "মা মা" দ্বিরুক্তিটি আগ্রহ বোঝাতে ব্যবহৃত হয়েছে।