বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি?
Solution
Correct Answer: Option C
- বাংলা ভাষার উপভাষাকে প্রধানত ৫ ভাগে ভাগ করা যায়।
- এগুলো হলোঃ রাঢ়ি (পশ্চিম ও মধ্যবঙ্গ); ঝাড়খণ্ডি (দক্ষিণ পশ্চিমবঙ্গ, সিংভূত, মানভূত, পুরুলিয়া অঞ্চল); বরেন্দ্রি (উত্তর বঙ্গ); বাঙ্গালি (পূর্ব ও দক্ষিণ বাংলাদেশ); কামরূপি (উত্তর পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ, কোচবিহার, কাছাড়)।