’মা’ ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটি একটি
A জটিল বাক্য
B যৌগিক বাক্য
C সরল বাক্য
D মিশ্র বাক্য
Solution
Correct Answer: Option C
যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ( কর্তা ) ও একটি মাত্র বিধেয় ( সমাপিকা ক্রিয়া ) থাকে, তাকে সরল বাক্য বলে । যেমন- শেলি বই পড়ে । রাসেল ক্রিকেট খেলে ।