বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস কোনটি?
A কপালকুন্ডলা
B সীতারাম
C দুর্গেশনন্দিনী
D দেবী চৌধুরাণী
Solution
Correct Answer: Option C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী' ( ১৮৬৫ ) । এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস । কপালকুণ্ডলা, সীতারাম ও দেবী চৌধুরাণী তার রচিত উপন্যাস ।