'পদাবলি'র প্রথম কবি কে?

A শ্রীচৈতন্য

B বিদ্যাপতি

C চণ্ডীদাস

D জ্ঞানদাস

Solution

Correct Answer: Option B

- রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে মধ্যযুগে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন বৈষ্ণব পদাবলি ।
-  বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত পদাবলির প্রথম কবি বিদ্যাপতি এবং বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা চণ্ডীদাস ।

- সংস্কৃত ভাষায় প্রথম পদাবলি লিখেন- কবি জয়দেব। এখন যদি পরীক্ষার প্রশ্নে কোনো ভাষার উল্লেখ না করে বলা হয় "পদাবলির প্রথম কবি কে?" তখন উত্তর হবে- বিদ্যাপতি (কারণ চণ্ডীদাস ও জয়দেবের এর আগে বিদ্যাপতি পদাবলি রচনা করেছেন।)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions