'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি'- কার লেখা?
Solution
Correct Answer: Option C
- সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম এর কাব্য ‘নূরনামা’ ফারসি নীতিকাব্য ‘নূরনামাহ' অবলম্বনে রচিত।
- এ কাব্যের অন্তর্গত কবিতা ‘বঙ্গবাণী’ এর বিখ্যাত পঙ্ক্তি-
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী ।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রমে তোষি আমি সর্বজন।
দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়,
নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।