যে সন্ধিগুলো কোন নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে?

A নিপাতনে সিদ্ধ

B ব্যাসবাক্য

C বিসর্গসন্ধি

D স্বরসন্ধি

Solution

Correct Answer: Option A

ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোন নিয়মানুসারেই যখন কোন কর্ম ব্যখা করা যায় না, অথচ তা সংঘটিত হয় ,তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ সন্ধি । যেমন -অন্য +অন্য= অন্যান্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions