বাংলাদেশ রাইফেলসের বর্তমান নাম কি?

A বাংলাদেশ বর্ডার গার্ড

B বর্ডার গার্ড বাংলাদেশ

C বাংলাদেশ সিকিউরিটির গার্ড

D সিকিউরিটি গার্ড অব বাংলাদেশ

Solution

Correct Answer: Option B

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ১৭৯৫ সালের ২৯ জুন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ যাত্রা শুরু করে।
দেখে নিন রামগড় লোকাল ব্যাটালিয়নের বিবর্তন:
- ফ্রন্টিয়ার গার্ডস : ১৮৬১ সালে
- বেঙ্গল মিলিটারি পুলিশ : ১৮৯১ সালে
- ইস্টার্ণ ফ্রন্টিয়ার রাইফেলস : ১৯২০ সালে
- ইস্ট পাকিস্তান রাইফেলস : ১৯৪৭ সালে
- বাংলাদেশ রাইফেলস : ১৯৭১ সালে
- বর্ডার গার্ডস বাংলাদেশ : ২০ ডিসেম্বর ২০১০। [সর্বশেষ]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions