মাইকেল মধুসূদন দত্তের'মেঘনাদবধ কাব্য' কী ধরনের রচনা?

A গীতিকাব্য

B নাট্যকাব্য

C পত্রকাব্য

D মহাকাব্য

Solution

Correct Answer: Option D

মাইকেল মধুসুদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য 'মেঘনাদ বধ কাব্য '(১৮৬১) । রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯ টি ,যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত রয়েছে । তার রচিত বীরাঙ্গনা কাব্য বাংলা সাহিত্যের প্রথম প্ত্রকাব্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions