'শেখ হাসিনা ধরলা সেতু' কোন কোন জেলার সেতুবন্ধন করেছে?
A মুন্সিগঞ্জ_মানিকগঞ্জ
B টাঙ্গাইল-সিরাজগঞ্জ
C কুড়িগ্রাম-লালমনিরহাট
D রাঙ্গামাটি - বন্দরবান
Solution
Correct Answer: Option C
দেশের উত্তরাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু 'শেখ হাসিনা ধরলা সেতু ' ।এটি কুড়িগ্রাম লালমনিরহাট জেলার মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে ।এটি নির্মাণে ব্যয় হয় ১৩১ কোটি ৫৮ লাখ ।