Solution
Correct Answer: Option D
পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন হলো সামরিক শক্তির উপর নির্ভরশীলতা। অটোভন বিসমার্ক ১৮৬২ সালে প্রশিয়ার (বর্তমান জার্মানি) প্রধানমন্ত্রী ও ১৮৭১ সালে চ্যান্সেলর নিযুক্ত হয়ে সামরিক শক্তিপ্রয়োগ তথা যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানির ঐক্য গড়তে সচেষ্ট হন। আর এটিই পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন নামে পরিচিত।