২৬১ টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩ : ১/৫ : ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
Solution
Correct Answer: Option D
ভাইদের মধ্যে আমের অনুপাত ১/৩∶১/৫∶১/৯
৩,৫ এবং ৯ এর ল সা গু =৪৫
∴ (১/৩ × ৪৫∶১/৫ × ৪৫∶১/৯ × ৪৫)
=১৫ ∶৯ ∶৫
অনুপাতের রাশিগুলোর যোগফল (১৫+৯+৫)=২৯
প্রথম ভাই আম পাবে ২৬১×১৫/২৯ =১৩৫ টি