13cm ব্যসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5cm দূরত্বে অবস্থিত জ্যা- এর দৈর্ঘ্য কত?
A 24 cm
B 18 cm
C 10 cm
D 12 cm
Solution
Correct Answer: Option A
আমরা জানি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
পিথাগোরাসের সূত্র অনুসারে পাই-
ভূমি = √(১৩২-৫২) = ১২
∴ জ্যা এর দৈর্ঘ্য=১২+১২=২৪