Solution
Correct Answer: Option D
- যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।
- যেমন: গায়ক → গৈ+ণক (অক) = গান করে যে; কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা।
- প্রবীণ ও তৈল হলো রূঢ়ি শব্দ; জলধি হলো যোগরূঢ় শব্দ ।