‘মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' কোন ক্রিয়াপদের উদাহরণ?

A ঋণাত্মক

B দ্বিকর্মক

C যৌগিক

D ণিজন্ত

Solution

Correct Answer: Option D

- যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে।(সংস্কৃত ব্যাকরণে একে ণিজন্ত ক্রিয়া বলা হয়)।
- যেমন: মা শিশুকে খাওয়াচ্ছেন।
- এখানে 'মা' প্রযোজক কর্তা, 'শিশু' প্রযোজ্য কর্তা; ‘খাওয়াচ্ছেন' প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions